শাহবাগে প্রজন্ম চত্বর থেকে সকাল পৌনে ১০টার দিকে মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে রয়েছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা।
এরআগে
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান
থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া
এই সমাবেশে সংহতি জানান সকালে।
গণজাগরণ মঞ্চের এই মিছিলটি পল্টন
পেরিয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে পুনরায় শাহবাগের দিকে এগোচ্ছে। গত শুক্রবার
জুমার নামাজের পর পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এলাকায়
জামায়াত-শিবিরের তাণ্ডব চলে।
পল্টন মোড় ঘুরে মিছিলটি পুনরায় শাহবাগে
আসবে বলে জানান গণজাগরণ মঞ্চের নেতারা, গত ৫ ফেব্রুয়ারি থেকে যা সারাদেশের
আন্দোলনের কেন্দ্রস্থল।
শনিবার বিকালে রায়েরবাজার বধ্যভূমিতে যুদ্ধাপরাধীদের প্রতিরোধের শপথ নেয় গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।
এরপর শাহবাগ ফিরে রাত ১০টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ঘোষণা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার।
ধর্মভিত্তিক ১২টি দলের হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে ইমরান দেশবাসীর প্রতি তাদের হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানান।
তিনি
বলেন, “তাদের হরতাল প্রত্যাখ্যানে রাজপথে নেমে আসুন। সকাল ৮টার মধ্যে
রাজপথে গণমিছিল বের করে জানিয়ে দিন এই হরতাল দেশবাসী মানে না।”
তার এই আহ্বানে রোববার সকাল থেকে রাজধানীসহ সারাদেশে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি’ দাবিতে মিছিল দেখা যাচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন