বুধবার, ৭ মার্চ, ২০১২

মেসির রেকর্ড পাঁচ গোল........


মেসির রেকর্ড পাঁচ গোল:..............................

.............................................................................

 “মেসিকে ছাড়াই বার্সেলোনা সেরা,” দলের করুণ পরিণতি দেখে নিজের উপলব্ধি তুলে ধরলেন বেয়ার লেভারকুসেন কোচ রবিন ডাট, “আর মেসিকে নিয়ে তো তারা অন্য সৌরজগতের দল।” মোটেও বাড়িয়ে বলেননি তিনি। বুধবার আক্ষরিক অর্থেই, ফুটবলের অতুলনীয় সৌন্দর্য্যরে ডালা মেলে ধরলেন মেসি। তার পা থেকে একে একে বের হলো পাঁচ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম, একজন খেলোয়াড়ই গোলের বন্যায় ভাসিয়ে নিয়ে গেলেন প্রতিপক্ষকে। সেই সঙ্গে তেল্লোর জোড়া গোলের ওপর ভর করে বার্সা ফিরতি খেলায় লেভারকুসেনকে হারায় ৭-১ গোলে। ফলে দুই খেলা মিলে ১০-২ গোলে এগিয়ে থাকায় প্রতিযোগিতার শেষ আটে উঠে গেল পেপ গার্দিওলার দল।

নু-ক্যাম্পে টানা তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় প্রথম গোলটি করেন ২৫ মিনিটে ও দ্বিতীয়টি ৪২ মিনিটে। আর দলের হয়ে ফুটবল-জীবনের ১৭তম হ্যাট্রিক আদায় করে নেন ৪৯ মিনিটে। এরপর আরো দুটো গোল দেন তিনি ৫৮ ও ৮৪ মিনিটে। .............................................................

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন