Thu, Mar 8th, 2012 2:22 am BdST
|
বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা অপেক্ষায় ছিল দিনটির। বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অ্যাপলের এই বার্ষিক অনুষ্ঠানে নতুন আইপ্যাড নিয়ে আসেন প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
স্টিভ জবসের এই উত্তরসূরী বলেন, “সবাই ভাবছিল, আইপ্যাড টুর চেয়ে চমৎকার পণ্য আর কে আনতে পারবে। আর ভাবতে হবে না, আমরাই তা পেরেছি।”
নতুন আইপ্যাডে যোগ হয়েছে রেটিনা ডিসপ্লে যার রেজুলুশন ২০৪৮ বাই ১৫৩৬। ৯ দশমিক ৭ ইঞ্চির পর্দায় ৩১ লাখ পিক্সেল, যা আইপ্যাড টুর চেয়ে দশ লাখ বেশি!
ট্যাবলেটটিকে শক্তি যোগাবে নতুন এফাইভএক্স চিপ যাতে আছে কোয়াড-কোর গ্রাফিক্স। টিম কুকের মতে নয়া আইপ্যাডের মাধ্যমে “অ্যাপলের সৃষ্টিকেই আবার নতুন করে সংজ্ঞায়িত করা হলো।”
নতুন এই আইপ্যাডে রয়েছে পাঁচ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা। আর থ্রিজির চেয়ে দশগুণ দ্রুতগতির ফোরজি এলটিই নেটওয়ার্কে চলবে ট্যাবলেটটি। আর এই আইপ্যাড অন্য ডিভাইসগুলোর জন্য ওয়াই-ফাই হটস্পট হিসেবেও কাজ করতে পারবে।
রেজুলুশন আর গ্রাফিক্সে অভাবনীয় উন্নতি হলেও, ব্যাটারি লাইফ রয়েছে আগের মতোই দশ ঘণ্টা।
নতুন আইপ্যাড হাতে পেতে অপেক্ষা করতে হবে আরো প্রায় এক সপ্তাহ। আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও জাপানে ছাড়া হবে এটি।
যুক্তরাষ্ট্রে তা বিক্রি হবে আইপ্যাড টুর আগের দামেই যার শুরুটা ৪৯৯ ডলার থেকে। যথারীতি কমানো হয়েছে আইপ্যাড টুর দাম।
২০১১ সালে বিশ্বের ট্যাবলেট বাজারের ৬২ শতাংশই দখলে ছিল অ্যাপলের। এইএমএস রিসার্চ জানিয়েছে, এ বছর তা ৭০ শতাংশে পৌঁছবে।
আর গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, এ বছর আইপ্যাড বিক্রি হবে ছয় কোটি ৯০ লাখ। প্রতিদ্বন্দ্বী গুগলের অ্যানরয়েড সিস্টেমে চলা ট্যাবলেট বিক্রি হবে দুই কোটি ২৮ লাখ।
ট্যাবলেটের বাজারে একচ্ছত্র অধিকার অ্যাপলেরই। এ বছরের শেষের দিকে উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট বাজারে এলে সম্ভাবনা রয়েছে চ্যালেঞ্জ আসার। নতুন আইপ্যাড নিয়ে সেই লড়াইয়ে এগিয়েই থাকল এই ‘টেক জায়ান্ট’।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন