বুধবার, ৭ মার্চ, ২০১২

পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়




একাদশ এশিয়া কাপে অংশ নিতে প্রথম দল হিসেবে বৃহস্পতিবার ঢাকা এসে পৌঁছেছে পাকিস্তান দল। প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় রোববার বাংলাদেশের সঙ্গে খেলবে তারা।

মিসবাহ-উল হকের নেতৃত্বে ১৫ জনের পাকিস্তান দল সকাল ৮ টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছে।

নতুন কোচ ডেভ হোয়াটমোরের অধীনে এই প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাকিস্তান। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

এশিয়া কাপে পাকিস্তান খুব একটা সাফল্য পায়নি। চ্যাম্পিয়ন হয় মাত্র একবার, এই ঢাকাতেই ২০০০ সালে।

প্রতিযোগিতার অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কার ঢাকা পৌঁছানোর কথা শনিবার।

দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আইজাজ চিমা, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি, উমর গুল, ইউনুস খান, আব্দুর রেহমান, সাঈদ শফিক, হাম্মাদ আজম, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন