একমাত্র টি-টোয়েন্টিতে ভারতের হার
ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা সফরে
একমাত্র টি- টোয়েন্টি ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে স্বাগতিক দলের কাছে
১১ রানে হেরেছে ভারত।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারাস স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে কলিন ইনগ্রাম ও জ্যাক ক্যালিসের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ২১৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ ওভার বলে বিনা উইকেটে ৭১ রান করে ভারত। বৃষ্টির কারণে এর পর আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ/লুুইস পদ্ধতিতে জয়ের জন্য সে সময় ভারতের প্রয়োজন ছিল ৮২ রান।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ঠিক পথেই রেখেছিলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। তার ২৮ বলে করা ৪৯ রানের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা।
তবে সেভাবে সঙ্গ পান নি রবিন উথাপ্পার কাছ থেকে। ১৯ বলে ১টি চারের সাহায্যে মাত্র ১৮ রান করেন তিনি। তার এই ধীর গতির ব্যাটিং শেষটায় ফলাফল নির্ধারক হয়ে দাঁড়ায়।
উইকেট না পেলেও দারুণ বল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার লনওয়াবো সোতসোবে। ৩ ওভারে মোটে ১৫ রান দেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। ইরফান পাঠানের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়ার আগে ৭ বলে চারটি চারের সাহায্যে ১৯ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি।
দ্বিতীয় উইকেটে ১২ ওভার ২ বলে ক্যালিস ও ইনগ্রামের ১১৯ রানের জুটি স্বাগদিতদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ১৫তম ওভারের শেষ বলে বিদায় নেয়ার আগে ক্যালিস খেলেন ৬১ রানের ঝকঝকে এক ইনিংস। তার ৬২ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো।
এরপর বেশিক্ষণ টেকেন নি ইনগ্রামও। ১৮তম ওভারের প্রথম বলে সাজঘরের পথ ধরার আগে ম্যাচ সেরা ইনগ্রামের ব্যাট থেকে আসে ৭৮ রান। তার ৫০ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা।
ক্যালিস-ইনগ্রামের গড়ে দেয়া ভিত কাজে লাগাতে ভুল করেন নি ফারহান বেহারডিয়েন (১১ বলে অপরাজিত ২০ রান), জাস্টিং অনটং (১০ বলে ২২ রান) ও আলবি মরকেল (৩ বলে ১৬ রান)। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ২ ওভার ৫ বলে ৫১ রান করে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২১৯/৪ (লেভি ১৯, ক্যালিস ৬১, ইনগ্রাম ৭৮, বেহারডিয়েন ২০*, অনটং ২২, মরকেল ১৬*; রায়না ২/৪৯, অশ্বিন ১/৩৩, ইরফান ১/৪৪)
দক্ষিণ আফ্রিকা: ৭ ওভার ৫ বলে ৭১/০ (উথাপ্পা ১৮*, গম্ভীর ৪৯* সোতসোবে ০/১৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১১ রানে জয়ী।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারাস স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে কলিন ইনগ্রাম ও জ্যাক ক্যালিসের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ২১৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ ওভার বলে বিনা উইকেটে ৭১ রান করে ভারত। বৃষ্টির কারণে এর পর আর খেলা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ/লুুইস পদ্ধতিতে জয়ের জন্য সে সময় ভারতের প্রয়োজন ছিল ৮২ রান।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ঠিক পথেই রেখেছিলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। তার ২৮ বলে করা ৪৯ রানের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা।
তবে সেভাবে সঙ্গ পান নি রবিন উথাপ্পার কাছ থেকে। ১৯ বলে ১টি চারের সাহায্যে মাত্র ১৮ রান করেন তিনি। তার এই ধীর গতির ব্যাটিং শেষটায় ফলাফল নির্ধারক হয়ে দাঁড়ায়।
উইকেট না পেলেও দারুণ বল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার লনওয়াবো সোতসোবে। ৩ ওভারে মোটে ১৫ রান দেন তিনি।
এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। ইরফান পাঠানের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়ার আগে ৭ বলে চারটি চারের সাহায্যে ১৯ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি।
দ্বিতীয় উইকেটে ১২ ওভার ২ বলে ক্যালিস ও ইনগ্রামের ১১৯ রানের জুটি স্বাগদিতদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ১৫তম ওভারের শেষ বলে বিদায় নেয়ার আগে ক্যালিস খেলেন ৬১ রানের ঝকঝকে এক ইনিংস। তার ৬২ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো।
এরপর বেশিক্ষণ টেকেন নি ইনগ্রামও। ১৮তম ওভারের প্রথম বলে সাজঘরের পথ ধরার আগে ম্যাচ সেরা ইনগ্রামের ব্যাট থেকে আসে ৭৮ রান। তার ৫০ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা।
ক্যালিস-ইনগ্রামের গড়ে দেয়া ভিত কাজে লাগাতে ভুল করেন নি ফারহান বেহারডিয়েন (১১ বলে অপরাজিত ২০ রান), জাস্টিং অনটং (১০ বলে ২২ রান) ও আলবি মরকেল (৩ বলে ১৬ রান)। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ২ ওভার ৫ বলে ৫১ রান করে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২১৯/৪ (লেভি ১৯, ক্যালিস ৬১, ইনগ্রাম ৭৮, বেহারডিয়েন ২০*, অনটং ২২, মরকেল ১৬*; রায়না ২/৪৯, অশ্বিন ১/৩৩, ইরফান ১/৪৪)
দক্ষিণ আফ্রিকা: ৭ ওভার ৫ বলে ৭১/০ (উথাপ্পা ১৮*, গম্ভীর ৪৯* সোতসোবে ০/১৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১১ রানে জয়ী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন