রবিবার, ১ এপ্রিল, ২০১২

ডেসটিনি: ‘বাণিজ্য মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক বললে ব্যবস্থা’














ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিপারপাস প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ এর ‘অনিয়মের’ বিষয়ে কোনো তথ্য মন্ত্রণালয়ে নেই জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক বললে তিনি ব্যবস্থা নেবেন।

ডেসটিনি-২০০০ এর বিভিন্ন ‘অনিয়ম’র খবর দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছে। ডেসটিনি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে অবৈধভাবে ব্যাংকিংয়ের অভিযোগও উঠেছে।

এই বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “আমি কিছু জানি না। যদি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কিছু বলে তবে ব্যবস্থা নেওয়া হবে।”

ডেসটিনি গ্রুপে প্রভাবশালীরা যুক্ত বলে সরকার ব্যবস্থা নিতে অনীহ কি না- প্রশ্ন করা হলে মুহিত বলেন, “এক জন জেনারেল সেখানে আছে বলে আমি জানি।”

সেনাবাহিনীর সাবেক প্রধান এবং সেক্টর কমান্ডারস ফোরামের নেতা হারুন-উর রশীদ ডেসটিনি গ্রুপের অন্যতম পরিচালক।

ডেসটিনি গ্রুপের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম যুক্ত রয়েছেন কি না- জানতে চাইলে মুহিতের উত্তর, “আমি জানি না।”

ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির যাবতীয় আয়ের তথ্য জাতীয় রাজস্ব বোর্ড খতিয়ে দেখছে বলে দৈনিক সমকালে রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনও অনুসন্ধানে নামছে।

তবে ডেসটিনি গ্রুপ বরাবরই বলে আসছে, তারা বিদ্যমান আইন মেনেই ব্যবসা পরিচালনা করছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন