সামাজিক যোগাযোগে নতুন মাইলফলক স্পর্শ করেছে ফেসবুক। ফেসবুকের সক্রিয়
ব্যবহারকারী সম্প্রতি ৯০ কোটি ছাড়িয়ে গেছে। মোট জনসংখ্যার ১৩ শতাংশ
বর্তমানে ফেসবুক ব্যবহার করছেন। সে হিসেবে ফেসবুক নেটওয়ার্ককে কোনো দেশের
সঙ্গে তুলনা করলে জনসংখ্যার দিক দিয়ে চীন এবং ভারতের পর পরই স্থান পাবে।
প্রতিদিন কমপক্ষে সাড়ে ৫২ কোটি ব্যবহারকারী নূ্যনতম একবারের জন্য হলেও
ফেসবুক লগইন করে থাকে। স্ট্যাটাস আপডেট, স্থির চিত্র ও বিভিন্ন ফ্যানপেজ
মিলিয়ে লাইক ও কমেন্টের সংখ্যা প্রতিদিন ৩২০ কোটি। পাশাপাশি প্রতি ২৪
ঘণ্টায় শুধু স্থিরচিত্র ও ভিডিও আপলোডের পরিমাণ ৩০ কোটি। মোট ব্যবহারকারীর
৫৫ শতাংশ মোবাইল ফেসবুক ব্যবহার করে। প্রতিদিন ফেসবুকে যুক্ত হচ্ছে কম করে
হলেও ৮ লাখ নতুন মুখ। এ ধারা চলতে থাকলে চলতি বছরের অক্টোবরের মধ্যে ১০০
কোটির মাইলফলক স্পর্শ সম্ভব হবে। ব্যবহারকারীর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে
মুনাফার পরিমাণ। গত বছরের তুলনায় মুনাফার পরিমাণ ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে
১০০ কোটি ডলারে। সামাজিক যোগযোগে অপ্রতিদ্বন্দ্বী ফেসবুকের কাছাকাছি রয়েছে
টুইটার ও গুগল প্লাস। তবে টুইটার ও গুগলপ্লাসের মোট ব্যবহারকারী ৩০ কোটির
মতো!।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন