মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

রাজধানীতে ভাঙচুর, অগ্নিসংযোগ......

1 2
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি। একই দাবিতে বিএনপি গত রোববার ও সোমবার দেশব্যাপী হরতাল করেছে। দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল ও পটকা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মহাখালীতে পটকা বিস্ফোরণ:
মহাখালীর পানির ট্যাংকের উল্টোদিকে দুপুর সোয়া ১২টার দিকে ২০-২৫ জন যুবক পটকা বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ওই যুবকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে, মহাখালীর আইসিডিডিআরবির সামনে থেকে রেডিয়েন্ট কলেজ অব মেডিকেল টেকনলজি পর্যন্ত রাস্তায় প্রায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। এর মধ্যে একটি চলন্ত বাসও রয়েছে। এ সময় পুলিশের ধাওয়ার মুখে তারা পালিয়ে যায়।

মিরপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টা:
বেলা পৌনে ১২টায় মিরপুর-১ নম্বরে বৈশাখী সুপার মার্কেটের সামনে কয়েকজন হরতাল সমর্থক থেমে থাকা একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। এ সময় আশপাশের কর্তব্যরত পুলিশ চারজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন—জিকরুল (২৮), ফারুক (৩০), বাবুল (২১) ও দুলাল (৩৭)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি ওয়াজেদ আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।


কারওয়ান বাজার ও আগারগাঁওয়ে গাড়িতে আগুন:
আজ সকাল সাতটার দিকে কারওয়ান বাজার এলাকায় দুটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকেরা। এ সময় পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী সকাল সাতটার দিকে হাতে লাঠিসোঁটা নিয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে মিছিল বের করে। এ সময় তারা একটি প্রাইভেট কার ও কাভার্ট ভ্যান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকেরা। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এতে কেউ হতাহত হয়নি।


কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ:
হরতালের আগের দুই দিনের মতো আজ মঙ্গলবারও বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে র্যাব ও পুলিশ। বিএনপির কয়েকজন নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়। নয়াপল্টনে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকার দোকানপাট বন্ধ রয়েছে।

গুলশান মোড়ে ককটেল বিস্ফোরণ:
গুলশান ১ নম্বর মোড়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকা দিয়ে সাদা রঙের একটি প্রাইভেট কার যাচ্ছিল। এটি থেকে গুলশান ১ নম্বর মোড়ে ককটেল তিনটি ফেলা হয়। এরপরই তা বিস্ফোরিত হয়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গুলশান-বাড্ডায় গাড়িতে ইটপাটকেল:
সকাল পৌনে সাতটার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ২০-২৫ জনের একটি মিছিল বের হয়। মিছিলটি কিছুক্ষণ সড়কে অবস্থান করে কয়েকটি গাড়িতে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা পালিয়ে যায়।

মহাখালী-গুলশান সড়কে গাড়ি ভাঙচুর:
সকাল ১০টার দিকে মহাখালীর টিবি গেট পানির ট্যাংক গলি থেকে ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী একটি অতর্কিত মিছিল বের করে। তারা মহাখালী-গুলশান সড়কে এসে তিনটি অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এ সময় গাউসুল আযম মসজিদের সামনে অবস্থান নেয় পুলিশ। ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাব দেয়। একপর্যায়ে পুলিশে ধাওয়ায় ছাত্রদল কর্মীরা গলির ভেতরে লুকিয়ে যায়।

রাজধানীর যান চলাচল:
গত দুই দিনের তুলনায় আজ মঙ্গলবার রাজধানীতে যান চলাচল বেড়েছে। বিভিন্ন সড়কে প্রচুর সংখ্যক বাস, অটোরিকশা ও রিকশা চলছে। পাশাপাশি চলছে বেশকিছু প্রাইভেটকারও। এ ছাড়া রাজধানীর বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য মানুষের চলাচলও বেড়েছে।

পরীক্ষা স্থগিত:
বিএনপির ডাকা হরতালের কারণে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারের এক তথ্য বিবরণীতে গতকাল রাতে এ কথা বলা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন