ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বগতির পর এ সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সূচক বেড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটে সূচক বাড়ে প্রায় ৪৮ পয়েন্ট। এরপর সূচক কিছুটা নামলেও সাড়ে ১১টা থেকে তা বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ২ দশমিক ৬৪ শতাংশ বা প্রায় ১৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০২ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। লেনদেন হয়েছে প্রায় ৮১৩ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯০ পয়েন্ট হয়। লেনদেন হয় প্রায় ৯৩৪ কোটি টাকার শেয়ার যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে এর চেয়ে বেশি এক হাজার ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত বছরের ২৩ নভেম্বর।
সব মিলিয়ে গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪.৮৭ শতাংশ বাড়ে। গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন ছিল ৭৯৯ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৬৭ দশমিক ৭৪ শতাংশ বেশি।
এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। তারও আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন