রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

বিদ্যুতের সঞ্চালন লাইন উন্নয়নে ২৫০০ কোটি টাকার প্রকল্প..


জাফর আহমেদ
চট্টগ্রামে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ ও পাঁচ বিভাগের বিদ্যুতের সঞ্চালন লাইন উন্নয়ন ও উপকেন্দ্র নির্মাণের জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ইতিমধ্যে পরিকল্পনা কমিশনের প্রাক-মূল্যায়ন কমিটির অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপন করা হবে।
সূত্র জানায়, প্রকল্পটির মাধ্যমে প্রধানত চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত কয়লাভিত্তিক ২৮২ মেগাওয়াট ও এক হাজার ৩২০ মেগাওয়াট এবং শিকলবাহায় প্রস্তাবিত ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ প্রয়োজনীয় স্থানে সরবরাহে সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। বিশেষ করে চট্টগ্রামের রামপুর ও শিকলবাহা থেকে চট্টগ্রাম শহরে বিদ্যুৎ সরবরাহ করা। এ ছাড়া এ প্রকল্পের মাধ্যমে প্রস্তাবিত ১৩২/৩৩ কেভি সাব স্টেশনের মাধমে আগ্রাবাদ, চৌদ্দগ্রাম, রামগঞ্জ, ভালুকা, বারইয়ারহাট, বেনাপোল, শরীয়তপুর, বরিশাল, মহাস্থানগড়, জলঢাকা এবং রাজশাহী এলাকার বর্ধিত চাহিদা পূরণে অবকাঠামো নির্মাণ প্রকল্পটির মাধ্যমে করা হবে।
এ প্রকল্পটি বাস্তবায়নে মোট ২ হাজার ৪৫২ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা প্রকল্প সাহায্য হিসেবে দেবে ১ হাজার ৮১৯ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে ইক্যুইটি হিসেবে দেওয়া হবে প্রায় ২২৬ কোটি টাকা। বাকি ২৫৭ কোটি টাকার জোগান দেবে বাস্তবায়নকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে। এ প্রকল্পে অর্থায়নের জন্য জাইকার সঙ্গে গত ২২ ডিসেম্বর প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
সূত্র জানায়, এ প্রকল্পের অধীনে ৪৫ কিলোমিটার দীর্ঘ হাটহাজারী-শিকলবাহা-আনোয়ারা ২৩০ কেভি দ্বৈত সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এ ছাড়া হাটহাজারী-রামপুর ২৩০ কেভির দ্বৈত সার্কিট ওপরের অংশ ২৪ কিলোমিটারের সঞ্চালন লাইন এবং হাটহাজারী-রামপুর ২৩০ কেভি নিচের অংশের ৮ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মিত হবে। এসব সঞ্চালন লাইনসহ মোট ২৩৯ কিলোমিটার বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।
দেশের ৫ বিভাগের ১৩টি স্থানে তেরটি বিভিন্ন শক্তির উপকেন্দ্র নির্মাণ করা হবে। আর ২৩০ ও ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের সম্প্রসারণ করা হবে। পরিকল্পনা কমিশনের বিদ্যুৎ উইংয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে জানান, প্রকল্পটি ইতিমধ্যেই পরিকল্পনা কমিশনের প্রাক-মূল্যায়ন কমিটির অনুমোদন দিয়েছে। শিগগিরই এ প্রকল্পটি একনেকের সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তিনি বলেন, চট্টগ্রামে প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে দেশের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবাহে আর কোনো সমস্যা থাকবে না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন