চোট কাটিয়ে ফিরেছেন শচীন টেন্ডুলকার। আগের কয়েক ম্যাচে ব্যর্থ দুই বিদেশি
রিচার্ড লেভি ও ডেভি জ্যাকবসের পরিবর্তে কাল জেমস ফ্র্যাঙ্কলিন ও থিসারা
পেরেরাকে নিয়ে মাঠে নেমেছিল তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু সবই গেল
বিফলে। ১৬৩ রান করেও কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৬ উইকেটে হেরে গেছে দলটি।
ম্যাচসেরা শন মার্শের লড়াকু হাফ সেঞ্চুরিতেই সপ্তম ম্যাচে তৃতীয় জয় পেয়েছে
পাঞ্জাব।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া মুম্বাই ৪ উইকেটে ১৬৩ রান করে। সর্বোচ্চ ৭৯ করেন ওপেনার জেমস ফ্র্যাঙ্কলিন। দলে ফেরা টেন্ডুলকার করেছেন ২৩ বলে ২৩। জবাবে শন মার্শের ৪০ বলে অপরাজিত ৬৮ রানেই ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাঞ্জাব।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে সাকিববিহীন কলকাতা ৫ উইকেটে হারিয়েছে ডেকান চার্জার্সকে। শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা ডেকান তোলে ৭ উইকেটে ১২৬ রান। এক ওভার বাকি থাকতেই এ রান টপকে যায় কলকাতা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেট লি। এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল কলকাতা।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া মুম্বাই ৪ উইকেটে ১৬৩ রান করে। সর্বোচ্চ ৭৯ করেন ওপেনার জেমস ফ্র্যাঙ্কলিন। দলে ফেরা টেন্ডুলকার করেছেন ২৩ বলে ২৩। জবাবে শন মার্শের ৪০ বলে অপরাজিত ৬৮ রানেই ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাঞ্জাব।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে সাকিববিহীন কলকাতা ৫ উইকেটে হারিয়েছে ডেকান চার্জার্সকে। শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা ডেকান তোলে ৭ উইকেটে ১২৬ রান। এক ওভার বাকি থাকতেই এ রান টপকে যায় কলকাতা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেট লি। এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল কলকাতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন