এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল করার ওপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী।
রিটকারী
মো. ইউনূস আলী আকন্দ জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বিচারপতি এ এইচ এম
শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই আবেদন করেন। আদালত তা
গ্রহণ করে রোববার শুনানির দিন রেখেছে।
রিট আবেদন করার পর ইউনূস
আলী আকন্দ সাংবাদিকদের বলেন, “হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে পরীক্ষা
দেওয়াও শিক্ষার্থীদের অধিকার। তাদের এ অীধকার থেকে বঞ্চিত করা হবে মৌলিক
অধিকারের লঙ্ঘন।”
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী
নিখোঁজ হওয়ার ঘটনায় গত রোববার থেকে টানা তিনদিন সারা দেশে হরতাল করে দলটি।
একই কারণে এর আগে গত বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় হরতাল হয়।
হরতালের কারণে ওই দিনগুলোর পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় শিক্ষা
মন্ত্রণালয়।
বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক
বৈঠকের পর নেতারা ইংগিত দেন, ইলিয়াসকে শনিবারের মধ্যে ‘পাওয়া’ না গেলে
পরদিন থেকে বিরোধী জোট আবার টানা হরতাল করবে।
এর আগে হরতালের
তৃতীয় দিন মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন,
বিরোধী দলের হরতালের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
“এ
সরকারের আমলে গত তিন বছরে শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা হয়েছিল।
লাগাতার হরতালের জন্য পুরো বছরের শিক্ষা ক্যালেন্ডার বিঘ্নিত হচ্ছে”, বলেন
তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন