এম ইলিয়াস আ
লীর সন্ধান
দাবিতে হরতালে শুরু থেকেই নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও
র্যাব।
কার্যালয় থেকে বের হতে পারছেন না বিএনপি নেতা-কর্মীরা। এভাবে ঘিরে রাখাকে ‘গণতন্ত্র হরণ’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডাকে বিএনপি। কর্মসূচির আগের দিন ঢাকায় আটটি বাসে আগুন দেওয়া হয়। এতে মারা যান এক বাসচালক। একই দাবিতে গত বৃহস্পতিবার সিলেট বিভাগে হরতাল করেছিল বিএনপি। হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার সড়কে কিছু বাস চলছে। চলছে টেম্পু ও অটো রিকশাও। অন্যান্য হরতালের মতো রাজপথে প্রচুর রিকশা রয়েছে। হরতালের কারণে চলমান এইচএসসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। হরতালে রাজধানীর অধিকাংশ দোকার-পাট বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও কার্যত বন্ধ। তবে অফিস-আদালত খোলা রয়েছে। হরতালের সমর্থনে পিকেটিং খুব একটা চোখে পড়েনি। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে নয়া পল্টন এলাকায় সকালে একটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পুলিশ ও র্যাব ভোর থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রাখে। কার্যালয় ঘিরে তিন স্তরের বেষ্টনী তৈরি করেছে পুলিশ। র্যাব রয়েছে কার্যালয়ের বিপরীত পাশের ফুটপাতে, পাশাপাশি টহলও দিচ্ছে তারা। কার্যালয়ের ফটকের সামনেই একটি প্রিজন ভ্যান রাখা হয়েছে, কাছে রয়েছে জলকামানও। কার্যালয় থেকে কাউকে বের হতে কিংবা ঢুকতে পুলিশ বাধা দিচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল কার্যালয়ে অবস্থান করছেন। তার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, রিজভী আহমেদ প্রমুখ। ফখরুল পুলিশি বেষ্টনিতে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, “পুলিশ ও র্যাবের উপস্থিতি দেখে মনে হচ্ছে, এটি একটা যুদ্ধক্ষেত্র। আমাদের অবরুদ্ধ রেখে গণতন্ত্রকে এভাবে দলন করা হচ্ছে। কোনো গণতান্ত্রিক সরকার এরকম আচরণ করতে পারে না।” বিএনপি নেতারা ভোরে হেঁটে এসে দলীয় কার্যালয়ে ঢোকেন। তাদের ঢুকতে বাধা দেওয়া না হলেও কর্মীদের কার্যালয়ের দিকে এগোতে দিচ্ছে না পুলিশ। ফখরুল বলেন, “যখনই আমরা কোনো শান্তিপূর্ণ কর্মসূচি করি, তখনই পুলিশ এভাবে ব্যারিকেড দিয়ে আমাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করে।” ইলিয়াস আলীর খোঁজ চার দিনেও না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মুখপাত্র বলেন, “এখনো আমরা তাকে ফেরত পাইনি। উপরন্তু সরকারের ব্যক্তিবর্গের বক্তব্য শুনে মনে হচ্ছে, ইলিয়াস আলীকে সরকারই নিখোঁজ করেছে।” ইলিয়াস আলীর সন্ধান পাওয়া না গেলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ফখরুল। “আমরা আজ সারাটা দিন দেখব। এরপর কর্মসূচি দেব,” বলেন তিনি। |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন