বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিয়েছে সফটওয়্যার নির্মাতা
প্রতিষ্ঠান এসএপি। মূলত মবিলিটি, ক্লাউড, ইন-মেমোরি, অ্যানালিটিক্স এবং
ডাটাবেজ টেকনোলজির সাহায্যে বাংলাদেশে ব্যবসায়িক পরিধি বাড়াবে তারা। গতকাল
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন এসএপি ইন্ডিয়ার
ব্যবস্থাপনা পরিচালক পিটার গার্টেনবার্গ। এ সময় বাংলাদেশি গ্রাহকদের জন্য
কাস্টোমাইজ সেবা প্রদানের লক্ষ্যে 'অপ্টিমাইজ উদ্যোগ ওয়ান' শীর্ষক 'বিজনেস
অল ইন ওয়ান সলিউশন' উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে এসএপি বাংলাদেশ প্রধান
ফাহিম তানভির আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট [এমার্জিং এশিয়া] প্রিয়দর্শী
মহাপাত্র উপস্থিত ছিলেন। এসএপি এবং সহযোগী অপটিমাল সলিউশনস এই সেবাটি
ডেভেলপ করেছে। পাশাপাশি বাংলাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও এসআই
[সিস্টেম ইন্টিগ্রেটরস] সহযোগীদের সঙ্গে সমঝোতা কার্যক্রম দৃঢ় করার ঘোষণা
দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে এসএপি কর্মকর্তারা বলেন, বাংলাদেশ দ্রুত
দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। বিশ্বজুড়ে
২০১৫ সাল নাগাদ এসএপির আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২ হাজার কোটি ইউরো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন