রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

মন পড়া রোবট উদ্ভাবন!!!

আলোচিত চলচ্চিত্র অ্যাভাটার-এ দেখানো চরিত্র এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে। জোসে মিলান নামে এক সুইস অধ্যাপক শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের কথা মাথায় রেখে ইতিমধ্যে তৈরি করেছেন এমন এক রোবট যা মানুষের মনের কথা বুঝতে পারে। মনে মনে কোনো ইচ্ছা প্রকাশ করলে বুঝে যাবে রোবটটি। এবং সে অনুযায়ী কাজ করে দিতে পারবে। জোসে মিলান জানান, মূলত প্রতিটি চিন্তার সময় মানুষের মস্তিষ্ক থেকে এক এক ধরনের তরঙ্গ নির্গত হয়। এ তরঙ্গ রোবটটি নির্দেশ হিসেবে গ্রহণ করবে। অসংখ্য তরঙ্গের সমন্বয়ে রোবটটি পেয়ে যাবে আসলে কী বোঝানো হচ্ছে। সম্প্রতি সুইডেনের পক্ষাঘাত হাসপাতালে বেশ কয়েকজন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে সাফল্য পেয়েছেন মিলান। পর্যবেক্ষণের জন্য পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তিকে একটি কামরায় বিশেষ কম্পিউটারের সামনে বসানো। মাথায় পরানো হয় বৈদ্যুতিক ডায়োড যুক্ত বিশেষ ধরনের ক্যাপ। পক্ষাঘাতগ্রস্ত রোগী মনে মনে ভাবতে থাকেন। আর এ সময় রোবটি তরঙ্গ গ্রহণ করে ৩৭ মাইল দূরে অবস্থিত মূল সার্ভারে সংকেত পাঠাতে থাকে। এরপর মূল সার্ভারটিই তরঙ্গ থেকে নির্দেশনা উদ্ধার করে রোবটটিকে জানায়। এরপর রোবটটি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির চিন্তা অনুযায়ী কাজ শুরু করে। কিছু কারিগরি ত্রুটি সারিয়ে বাণিজ্যিকভাবে এ রোবট নির্মাণের জন্য সময় লাগতে পারে।
আমিনুর রহমান

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন