বল নিয়ে খেলছিল তিন বছরের শিশুটি। হঠাৎ বলটি পড়ে যায়। আর সেটি ধরতে গিয়ে আট
তলা থেকে একেবারে নিচে গিয়ে পড়ে সে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, শিশুটি
একেবারে অক্ষত রয়েছে। গত শুক্রবার বুলগেরিয়ায় এ ঘটনা ঘটে। শিশুটিকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের প্রধান সেবিকা এলিনা স্লানচেভা গতকাল মঙ্গলবার জানান, শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেছে। শিশুটি এক বারান্দা থেকে আরেক বারান্দায় পড়তে পড়তে একেবারে নিচে মাটিতে গিয়ে পড়ে। মাটি নরম থাকায় তার শরীরে বড় কোনো আঘাত লাগেনি। শুধু মাথায় একটু আঁচড় লেগেছে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এএফপি।
হাসপাতালের প্রধান সেবিকা এলিনা স্লানচেভা গতকাল মঙ্গলবার জানান, শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেছে। শিশুটি এক বারান্দা থেকে আরেক বারান্দায় পড়তে পড়তে একেবারে নিচে মাটিতে গিয়ে পড়ে। মাটি নরম থাকায় তার শরীরে বড় কোনো আঘাত লাগেনি। শুধু মাথায় একটু আঁচড় লেগেছে। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এএফপি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন